/Khaacb

সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ

স্থাপিত-1986 খ্রি:

Board Logo
  • হোম
  • আমাদের তথ্য
    • প্রতিষ্ঠানের ইতিহাস
    • কমিটি
    • জনবল
    • ভৌত অবকাঠামো
  • শুভেচ্ছা বাণী
  • কার্যাবলী
    • পরীক্ষার ফলাফল
    • পরীক্ষার রুটিন
    • ক্লাস রুটিন
    • উপস্থিতি
  • শিক্ষকের তালিকা
    • বর্তমান শিক্ষকের তালিকা
      • বিজ্ঞান শাখা
      • মানবিক শাখা
      • ব্যবসা শিক্ষা শাখা
      • বাংলা বিভাগ
      • ইংরেজি বিভাগ
      • সমাজকর্ম বিভাগ
      • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
      • বি এ (পাস)
      • বি এস.এস (পাস)
      • ইতিহাস বিভাগ
      • বি.বি. এস (পাস)
      • কলা
    • অবসরপ্রাপ্ত শিক্ষকের তালিকা
  • ছাত্রদের তালিকা
    • একাদশ শ্রেণি
      • মানবিক শাখা
      • ব্যবসা শিক্ষা শাখা
      • বিজ্ঞান শাখা
    • দ্বাদশ শ্রেণি
    • স্নাতক (পাস) 1ম বর্ষ
    • স্নাতক (পাস) 2য় বর্ষ
    • স্নাতক (পাস) 3য় বর্ষ
    • অনার্স 1ম বর্ষ
    • অনার্স 2য় বর্ষ
    • অনার্স 3য় বর্ষ
    • অনার্স 4র্থ বর্ষ
  • ভর্তি তথ্য
    • ভর্তি তথ্য
    • অনলাইন আবেদন
  • লাইব্রেরী
    • বিজ্ঞান শাখা
    • মানবিক শাখা
    • ব্যবসা শিক্ষা শাখা
    • বাংলা বিভাগ
    • ইংরেজি বিভাগ
    • সমাজকর্ম বিভাগ
    • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
    • বি এ (পাস)
    • বি এস.এস (পাস)
    • ইতিহাস বিভাগ
    • বি.বি. এস (পাস)
    • কলা
  • ফটো গ্যালারি
  • অভিযোগ কর্নার

About Institute

কলেজের নাম: সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ

 

ক.প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা: সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ। গ্রাম: কৃষ্ণপুর, ডাক: কৃষ্ণপুর (২৪৬১), উপজেলা- খালিয়াজুরী, জেলা- নেত্রকোনা।

 

খ.প্রতিষ্ঠাকাল: কলেজ প্রতিষ্ঠত হয় ১৯৮৬ইং সালের ২২শে জানুয়ারী।

 

গ.বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান : এ প্রতিষ্ঠানটি বিস্তীর্ন হাওড় এলাকার সবচেয়ে বড় ও সুনামধন্য উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত। শিক্ষার পিছিয়ে থাকা অত্র হাওড় ও ডোবা (ভাটির অঞ্চল) এলাকার বিশাল জনগোষ্ঠী উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে সাফল্যের সাথে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে।

 

কলেজ বিহীন উপজেলা খালিয়াজুরীতে কলেজ  প্রতিষ্ঠার লক্ষে জনাব মোস্তাফা জব্বার সাহেবে উদ্যোগ  নিলে তার  এবং এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে হাজী আলী আকবর সাহেবের সুযোগ্য উত্তরসুরীগণ ১.  হাজী মো:  আবু  ইউসূফ,  ২.  হাজী মো:  নায়েব  আলী, ৩.  মো: আবুল কালাম আজাদ  ও ৪.  মাস্টার শহীদুল ইসলাম কলেজটি  প্রতিষ্ঠার জন্য সরকারি বিধি  মোতাবেক ২,৫০,০০০/-টাকা দান  করে হাজী আলী আকবর সাহেবের নামে নামকরন করে ২২/০১/১৯৮৬খ্রি: তারিখে কলেজটি  প্রতিষ্ঠিত হয়। হাজী আলী আকবর সাহেব ছিলেন অত্র এলাকার ধনাঢ্য দানবীর ও বিশিষ্ট  সমাজসেবক।

 

কলেজটি ২২/০১/১৯৮৬খ্রি: তারিখে প্রতিষ্ঠিত হয়ে ০২/১২/১৯৮৭খ্রি: তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা হতে মানবিক বিভাগে ৭টি বিষয়ে সাময়িক অনুমতি লাভ করেন এবং ২৭/০১/১৯৯০খ্রি: প্রথম স্বীকৃতি লাভ করেন। ১৯৮৮খ্রি: হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র খালিয়াজুরী-১ নামে অত্র কলেজে স্থাপিত হয়। পরবর্তীতে ২৭/০৪/১৯৯১খ্রি: তারিখে বাণিজ্য বিভাগ এবং ২৫/০৫/১৯৯৫খ্রি: তারিখ হতে বিজ্ঞান বিভাগ খোলার অনুমতি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২৩/০৬/১৯৯৩খ্রি: তারিখের পত্র অনুযায়ী ৩০/০১/১৯৯১খ্রি: হতে বি.এ (পাস) এবং বি.কম (পাস) কোর্সে মোট ১১টি বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম অধিভুক্তি লাভ করে এবং ১৯৯৩খ্রি: হতে ডিগ্রি (পাস) পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়। ০৫/০৭/১৯৯৪খ্রি: তারিখ হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রতিষ্ঠানটি তার সীমারেখার মধ্যে চলতে থাকে। এক পর্যায়ে ২০১০ সালের শেষের দিকে অধ্যক্ষ মহোদয় তৎকালীন গভর্ণিং বডির সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্স চালুর জন্য মন্ত্রনালয়ে অনার্স কোর্স চালুকরণ ও শিক্ষক নিয়োগের পুর্বনুমতি লাভের আবেদন করলে শিক্ষা মন্ত্রনালয় ২১/০৮/২০১১খ্রি: তারিখে অনুমতি প্রদান করেন। তারপর পর্যায়ক্রমে বিধি মোতাবেক শিক্ষক নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা, ব্যবষস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স খোলার প্রাথমিকভাবে অধিভুক্তি লাভের আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন পূবর্ক ৩০/০১/২০১২খ্রি: তারিখে ২০১১-১২শিক্ষাবর্ষ হতে শুধুমাত্র বাংলা বিষয়ে ৫০টি আসনে অনার্স কোর্স খোলার অধিভুক্তি প্রদান করেন এবং ২৫/০৭/২০১৩খ্রি: তারিখে ২০১৩-১৪শিক্ষাবর্ষ হতে রাষ্ট্রবিজ্ঞান ও ২৭/০২/২০১৩খ্রি: তারিখে ২০১৩-১৪শিক্ষাবর্ষ হতে সমাজকর্ম বিষয়ে ৫০টি আসনের অধিভুক্তি লাভ করেন। একইভাবে ১৫/০২/২০১৫খ্রি: তারিখে ইংরেজি এবং ২০/১২/২০১৫খ্রি: তারিখে ইতিহাস বিষয়ে ৫০টি আসনের অনার্স কোর্স খোলার অধিভুক্তি লাভ করেন। বর্তমানে কলেজের আসন সংখ্যা প্রতি বিষয়ে ১০০টি। ২০১৬খ্রি: অনার্স ১ম বর্ষের পরীক্ষার কেন্দ্র স্থাপিত হওয়ায় পর্যায়ক্রমে ২য় বর্ষ, ৩য় বর্ষ পরীক্ষা কেন্দ্র চালু রয়েছে এবং ৪র্থ বর্ষের কেন্দ্র প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে কলেজে ২টি দ্বিতল, ২টি একতলা, ১টি ৪তলা ভবন(নির্মানাধীন) ও ১টি টিনসেড ঘর বিদ্যামান। এ ছাড়াও ২টি ছাত্র হোস্টেল রয়েছে।

 

ইতিহাস : (ক) প্রাক-শিক্ষার ইতিহাস: এই বৃহত্তর জনগোষ্ঠীর জন্যই বিস্তীর্ণ হাওড় এলাকার মধ্যস্থলে প্রতিষ্ঠিত হয় সরকারী কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ। কিন্তু অত্র এলাকার প্রাক-শিক্ষার ইতিহাস বলতে গেলে কল্প কাহিনির মতো মনে হয়। প্রকৃতির সংগে লড়াই করে বেঁচে থাকা ও সন্তান সন্তুতি প্রতিপালন করা ছিল এক কঠিন কাজ। দেশের স্বাধীনতা পূর্ব কালে উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান হাওড় অঞ্চলে ছিলই না। আধুনিক শিক্ষা গ্রহনের প্রবনতা এ অঞ্চলে খুব দিনের নয়। আরো একটু পিছনে ফিরে তাকালে হাওড় অঞ্চলের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান গুলি চালূ ছিল প্রাচীন সংস্কৃত শিক্ষার “টোল শিক্ষা” ব্যবস্থা। এর কারণ বৃহত্তর হাওড় অঞ্চলের প্রাচীন ও কুলীন ব্রাক্ষণদের বসবাস ছিল এ গ্রামে। এরাই যজন-যাজন, ধর্মীয় ক্রিয়া কলাপসহ পৌরহিত্ব করতেন। কাব্যরত্ন, ন্যায়রত্ন, তর্কবাগীশ, ব্যকরণ তীর্থ সহ বিভিন্ন উপাধীর ও সংস্কৃতে উচ্চ শিক্ষিত ব্রাক্ষণরা এ শিক্ষা ব্যবস্থা চা্লু করেছিলেন। ত্রিপুরা আসাম ও পার্শ্ববর্তী এলাকা থেকে শিক্ষা গ্রহণের জন্য এ গ্রামে আসত।

 

(খ)প্রাক-ভৌগলিক অবস্থান ও পরিচিতি : প্রাচীন বাংলার কালীদহ সায়রে পলিবিধৌত অসমতল ভুমিতে গড়ে ওঠা জনপদ-যাকে বলা হয় হাওড়-বাওররে দেশ। এর উওর সীমানায় ভারতের আসাম প্রদেশ, দক্ষিনে ভারতের ত্রিপুরা ভুক্ত উচুঁ ও সমতলভূতি, পশ্চিমে ময়মনসিংহ জেলার উচুঁভুমি ও গারো পাহাড়, পূর্বে শ্রীহট্র জেলার উচুঁ ভুমি। এই বৃহত্তম হাওড় এলাকা কালের প্রবাহে প্রায় সমতল ও হাওড়ের মধ্যে উচুঁ দ্বীপ সদৃশ অঞ্চলে (বর্তমানে বৃহত জনগোষ্ঠীর বসবাস ) আস্তে আস্তে গড়ে ওঠে মৎস্য ও কৃষিজীবি সম্প্রদায়ের বসবাসের অঞ্চল। বর্তমানেও বর্ষাকালে দেখলে মনে হয় জনবসতি গুলো হাওড়ের মাঝে দ্বীপ সদৃশ।

 

(গ) বর্তমান ভৌগলিক অবস্থান ও পরিচিতি: অত্র কলেজটি  বিস্তীর্ণ হাওড় এলাকার মধ্যস্থলে অবস্থিত। কলেজের উত্তর-পূর্বে সুনামগঞ্জ সরকারি কলেজ (৫৫কি: মি: দুরে অবস্থিত) ও সিলেট এম সি কলেজ (৯০কি: মি:),  দক্ষিন-পশ্চিমে গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ(৬০কি: মি) এবং উত্তর পশ্চিমে নেত্রকোনা সরকারি কলেজ (৬০কি: মি) ব্যতীত বিস্তীর্ণ হাওড় এলাকায় আর কোন স্নাতক (সম্মান) কলেজ নেই। এমতাবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হাওড় ও ডোবা এলকায় বৃহৎ জনগোষ্ঠীর যাদের সংখ্যাগরিষ্ট মানুষের পেশা কৃষিকাজ ও  মৎস্য অণ্বেষন,  সেই সমস্ত মানুষের ছেলে-মেয়েদের (যারা আধুনিক সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত) পড়াশুনা করার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান।

 

 

 

 

 

 

আমাদের তথ্য

  • হোম
  • প্রতিষ্ঠানের ইতিহাস
  • কমিটি
  • জনবল
  • ভৌত অবকাঠামো

Copyright © সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ

সহায়ক লিংক

  • MOEDU
  • DSHE
  • BANBEIS
  • ঠিকানা
  • সরকারি কৃষ্ণপুর হাজী আলী আকবর কলেজ
  • গ্রামঃ- কৃষ্ণপুর ,পোস্টঃ- কৃষ্ণপুর, উপজেলা-খালিয়াজুরী, জে
  • govt.khaapc@gmail.com
  • মোবাইল.01770632246

Devloped by ATOMSOFT